AdmissionsGST University

গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ | GST Admission Circular 2025

গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২৫। গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের GST Admission Circular 2025 বা গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করা হয়েছে। গুচ্ছ ভর্তি আবেদন গ্রহণ চলবে ০৫ মার্চ ২০২৫ থেকে ১৫ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত।

Table of Contents

গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২৫

GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমুহের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

এক নজরে গুচ্ছ ভর্তি ২০২৫
  • আবেদন শুরু: ০৫-০৩-২০২৫ তারিখ (দুপুর ১২.০০ টা)
  • আবেদনের শেষ : ১৫-০৩-২০২৫ তারিখ (রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত)
  • আবেদন ফি: ১৫০০
  • আবেদন লিংক : gstadmission.ac.bd
  • শুধুমাত্র একটি ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্বাচন করা যাবে।
  • কোন বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে আবেদন করে ফি জমা দিতে হবে না।
  • আইসিটি অংশ থেকে কোনো প্রশ্ন থাকবে না।
  • পাশ করতে হলে ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে।
  • প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা 2025

২০২০, ২০২১ ও ২০২২ সালের এসএসসি/সমমান এবং ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় (সমমান নির্ধারণ সাপেক্ষে) উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতাঃ

বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে যথাক্রমে ইউনিট-A, ইউনিট-B ও ইউনিট-C-তে আবেদন করতে পারবে। গুচ্ছ ভর্তি পদ্ধতিতে ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা উল্লেখ করা হলো।

আবেদনের যোগ্যতা
ইউনিট- Aবিজ্ঞান শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৮.০০ (৭.৫০) থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখাসহ মাদ্রাসা বোর্ড (বিজ্ঞান) এবং ভোকেশনাল (এইচএসসি) বিজ্ঞান শাখা হিসাবে বিবেচিত হবে।
ইউনিট-Bমানবিক শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) নূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ ৬.০০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বোর্ড (সাধারণ, মুজাব্বিদ) মানবিক শাখা হিসাবে বিবেচিত হবে।
ইউনিট-Cবাণিজ্য শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসাবে বিবেচিত হবে।
 জিসিই-এর ক্ষেত্রে আইজিসিএসই (ও লেভেল) পরীক্ষায় কমপক্ষে ৩টি বিষয়ে B গ্রেডসহ ৫টি বিষয়ে পাস এবং আইএএল (এ লেভেল) পরীক্ষায় কমপক্ষে ২টি বিষয়ে B গ্রেডসহ ৩টি বিষয়ে পাস থাকতে হবে। এক্ষেত্রে অনলাইনে সংশ্লিষ্ট নম্বরপত্র আপলোডসহ আবেদনের পর সমমান ও যোগ্যতা নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদনক্রমে আবেদন করতে হবে।

গুচ্ছ আবেদন যোগ্যতা

২০২০, ২০২১ ও ২০২২ সালের এসএসসি/সমমান এবং ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় (সমমান নির্ধারণ সাপেক্ষে) উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতাঃ

ইউনিটSSC জিপিএHSC জিপিএমোট জিপিএ
C ইউনিট (বাণিজ্য)৩.০০৩.০০৬.৫০
B ইউনিট (মানবিক)৩.০০৩.০০৬.০০
A ইউনিট (বিজ্ঞান)৩.৫০৩.৫০৭.৫০
  • A ইউনিট (বিজ্ঞান): বিজ্ঞান শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৮.০০ (৭.৫০) থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখাসহ মাদ্রাসা বোর্ড (বিজ্ঞান) এবং ভোকেশনাল (এইচএসসি) বিজ্ঞান শাখা হিসাবে বিবেচিত হবে।
  • B ইউনিট (মানবিক): মানবিক শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বোর্ড (সাধারণ, মুজাব্বিদ) মানবিক শাখা হিসাবে বিবেচিত হবে।
  • C ইউনিট (বাণিজ্য): বাণিজ্য শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসাবে বিবেচিত হবে।
  • জিসিই-এর ক্ষেত্রে আইজিসিএসই (ও লেভেল) পরীক্ষায় কমপক্ষে ৩টি বিষয়ে B গ্রেডসহ ৫টি বিষয়ে পাস এবং আইএএল (এ লেভেল) পরীক্ষায় কমপক্ষে ২টি বিষয়ে B গ্রেডসহ ৩টি বিষয়ে পাস থাকতে হবে। এক্ষেত্রে অনলাইনে সংশ্লিষ্ট নম্বরপত্র আপলোডসহ আবেদনের পর সমমান ও যোগ্যতা নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদনক্রমে আবেদন করতে হবে।

গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক, গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের সঙ্গে ইউজিসির একটি সভা আয়োজিত হয়। ঐ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে, দেশের মোট ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

GST Admission Circular 2025
GST Admission Circular 2025
GST Admission Circular 2025
GST Admission Circular 2025
GST Admission Circular 2025

GST Admission Circular 2025
GST Admission Circular 2025

গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ২০২৫

GST ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। সি ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৫ এপ্রিলে। সকল ইউনিটের পরীক্ষা দুপুর ১১.০০ টায় শুরু হবে কিন্তু ড্রয়িং পরীক্ষা ৩.৩০ টায় শুরু হবে।

ইউনিটতারিখসময়
A ইউনিট (বিজ্ঞান)০৯ মে ২০২৫সকাল ১১টা – ১২টা
B ইউনিট (মানবিক)০২ মে ২০২৫সকাল ১১টা – ১২টা
C ইউনিট (বাণিজ্য)২৫ এপ্রিল ২০২৫সকাল ১১টা – ১২টা

২০২৪-২৫ শিক্ষাবর্ষের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হবে। তিন ইউনিটে অনুষ্ঠেয় এ পরীক্ষা শেষ হবে আগামী ৯ মে। আজ বুধবার (১৫ জানুয়ারি) রাতে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ।

তিনি জানান, আগামী ২৫ এপ্রিল সি ইউনিট অর্থাৎ ব্যবসায় শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ মে বি ইউনিট এবং ৯ মে বিজ্ঞান অর্থাৎ এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন ফিসহ অন্যান্য বিষয় পরবর্তীতে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন

GST Admission Number Distribution: ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের পরীক্ষার ১ ঘন্টায় হবে। ভর্তি পরীক্ষার পাশ নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নাম্বার। নিচে সকল ইউনিটের মানবন্টন দেওয়া হল –

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক এইচএসসি পরীক্ষা ২০২৪-এর পাঠ্যসূচি অনুসারে ভর্তি পরীক্ষার বিষয়সমূহ ও মানবন্টন নিম্নে প্রদত্ত হল।

A ইউনিট (বিজ্ঞান)

৪টি বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে। এই ৪টি বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। কোনো প্রার্থী ইচ্ছা করলে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পর্যায়ের ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যেকোনো একটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে।

বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষার মান বন্টন দেখে নিন।

 বিষয়নম্বরমোট নম্বর
আবশ্যিক বিষয়পদার্থবিজ্ঞান (আবশ্যিক)২৫১০০
রসায়ন (আবশ্যিক)২৫
গণিত২৫
জীববিজ্ঞান২৫
*ঐচ্ছিক (যে কোন একটি)বাংলা২৫
ইংরেজী২৫

*শুধুমাত্র ৪র্থ বিষয় (গণিত বা জীববিদ্যা) এর পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি বিষয়ে পরীক্ষা দিয়ে ৪টি বিষয় পূরণ করতে হবে।

B ইউনিট (মানবিক)

*সাধারণ জ্ঞানঃ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি এবং মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পর্যায়ে পঠিত পৌরনীতি ও সুশাসন, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত প্রশ্ন থাকবে।

বিষয়নম্বর
বাংলা৩৫
ইংরেজি৩৫
সাধারণ জ্ঞান৩০
মোট১০০

C ইউনিট (বাণিজ্য)

বিষয়নম্বর
হিসাব বিজ্ঞান৩৫
ব্যাবসায় সংগঠন ও ব্যবস্থাপনা৩৫
বাংলা১৫
ইংরেজি১৫
মোট১০০


গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী বাছাই পদ্ধতি

এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে প্রাথমিকভাবে আবেদনকৃত শিক্ষার্থীদের মেধা তালিকা প্রণয়ন করা হবে। চূড়ান্ত আবেদনের মেধাতালিকা তৈরির প্রক্রিয়াটি নিচে দেওয়া হলো।

বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী বাছাই পদ্ধতি

বাছাইয়ের শর্তজিপিএ (৪র্থ বিষয়সহ)
(এইচএসসি ৬০%+এসএসসি ৪০%)
নম্বর (৪র্থ বিষয়সহ)
(এইচএসসি ৬০%+এসএসসি ৪০%)
এইচএসসি
পদার্থ বিজ্ঞান
এইচএসসি
রসায়ন
জিপিএনম্বরজিপিএনম্বর
বাছাইক্রম

বাণিজ্য বিভাগের পরীক্ষার্থী বাছাই পদ্ধতি

বাছাইয়ের শর্তজিপিএ (৪র্থ বিষয়সহ)
(এইচএসসি ৬০% +এসএসসি ৪০%)
নম্বর (৪র্থ বিষয়সহ)
(এইচএসসি ৬০% +এসএসসি ৪০%)
এইচএসসি বাংলাএইচএসসি ইংরেজী
জিপিএনম্বরজিপিএনম্বর
বাছাইক্রম

মানবিক শাখার পরীক্ষার্থী বাছাই পদ্ধতি

বাছাইয়ের শর্তজিপিএ (৪র্থ বিষয়সহ)
(এইচএসসি ৬০% +এসএসসি ৪০%)
নম্বর (৪র্থ বিষয়সহ)
(এইচএসসি ৬০% +এসএসসি ৪০%)
এইচএসসি বাংলাএইচএসসি ইংরেজী
জিপিএনম্বরজিপিএনম্বর
বাছাইক্রম

উপরে উল্লেখিত সর্বোচ্চ ৬টি মানদন্ড ব্যবহার করে প্রাথমিক আবেদনকারীদের মেধাতালিকা প্রস্তুত করা হবে। নির্ধারিত সময়ে চূড়ান্ত আবেদন সম্পন্ন করতে হবে। অন্যথায় পরবর্তী মেধাতালিকা হতে প্রয়ােজনীয় সংখ্যক শিক্ষার্থীকে চূড়ান্ত আবেদনের সুযােগ দেওয়া হবে।

ফটো নির্দেশিকা

  • সাদা ব্যাকগ্রাউন্ডের সদ্য তোলা ৩০০×৩০০ পিক্সেল সাইজের স্পষ্ট (Studio Quality) রঙ্গিন jpg ফরমেটের ছবি (সাইজ ১০০KB এর বেশী নয়) আপলোড করতে হবে।
  • স্কুল/কলেজের ইউনিফর্ম পরিহিত ছবি গ্রহণযোগ্য হবে না। ছবিতে প্রার্থীর দুই কান খোলা থাকতে হবে এবং ছবির উচ্চতার দুই-তৃতীয়াংশ প্রার্থীর মুখমন্ডল থাকবে। তবে সফটওয়্যারের সাহায্যে কোন রকম ইফেক্ট দেওয়া ছবি গ্রহনযোগ্য হবে না।
  • বিভিন্ন পর্যায়ে সংগৃহিত আবেদনকারীর ছবি বায়োমেট্রিক ভেরিফিকেশনে ব্যবহার করা হবে। ভেরিফিকেশন প্রক্রিয়ায় কোন প্রকার অসংগতি পরিলক্ষিত হলে উক্ত আবেদনকারীর আবেদন বাতিল করা হবে।

সেলফি (Selfie) নির্দেশিকা

  • সেলফিটি অবশ্যই আলোকোজ্জ্বল স্থানে তুলতে হবে এবং প্রার্থীর মুখমন্ডল ও দুই কান খোলা থাকতে হবে।
  • সেলফির মাধ্যমে প্রদত্ত ছবিটি পরবর্তীতে আবেদনকারীর বায়োমেট্রিক ভেরিফিকেশনে ব্যবহার করা হবে।

গুচ্ছ ভর্তি: সেলফি সমস্যার সমাধান

গুচ্ছ ভর্তি আবেদনের পর যদি দেখতে পান সেলফি দেখা যাচ্ছে না। তবে টাকা পেমেন্ট করে দিবেন। পেমেন্ট করার পর Student Panel এ Selfie Update একটি অপশন পাবেন। সেখানে আবার সেলফি আপলোড দিতে পারবেন।

 Capture/Change Selfie তে ক্লিক করে আপনার এই ডিভাইসের ক্যামেরা দিয়ে সেলফি তুলুন। এই ডিভাইসে ক্যামেরা না থাকলে  Capture with another device এ ক্লিক দিয়ে পরবর্তী পেজে প্রদর্শিত QR কোডটি অন্য কম্পিউটার (ওয়েবক্যাম যুক্ত) /স্মার্ট ফোনের ক্যামেরা দিয়ে স্ক্যান করে সেখান থেকে সেলফি তুলুন। সেলফির মাধ্যমে প্রদত্ত ফটোটি পরবর্তীতে আবেদনকারীর বায়োমেট্রিক ভেরিফিকেশনে ব্যবহৃত হবে।

Read More GST University List 2025

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের তালিকা ২০২৫

সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য মোট ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ১৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭টি সাধারণ বিশ্ববিদ্যালয় এবং ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়। চলুন জেনে নেওয়া যাক গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এবং অফিসিয়াল ওয়েবসাইট সম্পর্কে।

  1. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
  2. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল
  3. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী
  4. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী
  5. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ
  6. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর
  7. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
  8. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা
  9. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
  10. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল
  11. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি
  12. রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, সিরাজগঞ্জ
  13. বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি, গাজীপুর
  14. নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা
  15. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর
  16. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ
  17. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর
  18. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ
  19. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।

গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্র ২০২৫

এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা দেশের মোট ২০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আবেদন করার সময়, পরীক্ষা কেন্দ্রের তালিকা থেকে শিক্ষার্থী একটি মাত্র কেন্দ্র পছন্দ করতে পারবে। পছন্দকৃত কেন্দ্র চূড়ান্ত বলে বিবেচিত হবে, তা আর পরিবর্তন করা যাবে না।

কেন্দ্রগুলো হল- ১.ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। ২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল। ৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী। ৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী। ৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল ময়মনসিংহ। ৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর। ৭. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। ৮. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা। ৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ। ১০. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল। ১১ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি। ১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ। ১৩. বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি, গাজীপুর। ১৪. নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা। ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর। ১৬, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ। ১৭. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর। ১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ। ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর। ২০. ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা (ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাপাসিটি সংখ্যক পরিমাণ)।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যাবলি

  1. আবেদনের সময় প্রত্যেক শিক্ষার্থীকে নির্ধারিত কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
  2. প্রতিটি ইউনিটে ১ ঘণ্টায় ১০০ নম্বরের MCQ পদ্ধতির পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  3. যে কোন ইউনিট (A/B/C)-এর পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত শর্ত সাপেক্ষে অন্যান্য ইউনিটের সংশ্লিষ্ট বিষয়সমূহে ভর্তির আবেদনের জন্য বিবেচিত হবে।
  4. এ বছর শুধুমাত্র একটি ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্বাচন করা যাবে।
  5. কোন বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে আবেদন করে ফি জমা দিতে হবে না
  6. GST ভর্তি পরীক্ষায় আইসিটি অংশ থেকে কোনো প্রশ্ন থাকবে না
  7. গুচ্ছ ভর্তি পরীক্ষায় পাশ করতে হলে ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে
  8. প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৫

প্রতিটি ইউনিটের ফলাফল GST গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd/)-এ প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। শুধুমাত্র GST গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাই যোগ্যতা থাকা সাপেক্ষে নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে “GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Table of Contents

Index
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker on our website.