জন্ম নিবন্ধন দিয়ে করোনা টিকা রেজিস্ট্রেশন
জন্ম নিবন্ধন দিয়ে করোনা টিকা রেজিস্ট্রেশন – Corona Vaccine Registration with Birth Certificate. বাংলাদেশে ৫ থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীদের জন্ম সনদ দিয়ে করোনা ভাইরাসের টিকা দেয়ার কর্মসূচি শুরু হয়েছে। আজকের পোস্টে আমরা দেখবো, কীভাবে জন্মনিবন্ধন সনদ দিয়ে করোনা টিকা নিবন্ধন করতে হয়।
জন্ম নিবন্ধন দিয়ে করোনা টিকা নিবন্ধন
দেশের ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলকভাবে করোনার টিকা দেওয়া শুরু হচ্ছে ১১ আগস্ট থেকে। পরিস্থিতি পর্যবেক্ষণের পর এ মাসের শেষ সপ্তাহে এ বয়সী শিশুদের গণহারে টিকা দেওয়া শুরু হবে।
Corona Vaccine Registration with Birth Certificate
জন্ম নিবন্ধন সনদ দিয়ে টিকার রেজিস্ট্রেশন করতে পারবে শিক্ষার্থীরা। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার রেজিস্ট্রেশন করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। তিনি বলেন, যাদের এনআইডি নেই তারা জন্ম নিবন্ধন সনদ দিয়ে টিকার জন্য রেজিসেট্রশন করতে পারবেন।
যাদের ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাই তারা আগে চেঞ্জ করে নিবেন। ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন না থাকলে সুরক্ষায় আপনার রেজিস্ট্রেশন নাও হতে পারে।
জন্ম নিবন্ধন দিয়ে টিকা নিবন্ধন করতে কি কি লাগবে?
- Birth Registration Number (BR Number) বা ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার।
- Date of Birth বা জন্ম তারিখ।
- একটি সচল মোবাইল নাম্বার।
Children aged 5-12 to get Pfizer Covid vaccine, birth certificate required.
Registration link: https://surokkha.gov.bd/enroll/birth-registration?s=1
Corona Vaccine Registration with Birth Certificate
Complete the registration by verifying your birth certificate number and mobile number in the form. To get registered for the vaccination, you must provide your 17 digit Birth Registration Certificate number. The place and date of delivery of the vaccine will be informed in due course through SMS message on the mobile phone.
কীভাবে জন্মনিবন্ধন সনদ দিয়ে করোনা টিকা নিবন্ধন করতে হয়?
আপনার মোবাইলে অথবা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে www.surokkha.gov.bd – এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
সুরক্ষা পোর্টালে জন্ম নিবন্ধন দিয়ে টিকার রেজিষ্ট্রেশন করতে চাইলে ১৭ ডিজিটের ডিজিটাল জন্ম সনদ ও একটি সচল মোবাইল নম্বর লাগবে।
এরপরে, ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন অথবা নিবন্ধন অপশনে ক্লিক করলে এরকম একটি পেইজ ওপেন হবে।
আপনি এবার অপশনে ক্লিক করবেন। আপনার জন্ম নিবন্ধনের সনদ নম্বর ১৭ ডিজিট হতে হবে। জন্ম সনদ নম্বর লেখার পর, জন্ম সনদ অনুযায়ী আপনার জন্ম তারিখ সিলেক্ট করবেন।
উল্লেখ্য! জন্ম নিবন্ধন ডিজিটাল হলে তবেই আপনি “জন্ম নিবন্ধন দিয়ে করোনা টিকা নিবন্ধন” করতে পারবেন।
জন্ম তারিখ সিলেক্ট করার পর, স্ক্রীনে থাকা ক্যাপচা কোড বসিয়ে অপশনে ক্লিক করবেন।
জন্ম নিবন্ধন দিয়ে করোনা টিকা রেজিস্ট্রেশন
বাটনে ক্লিক করার পর, নিবন্ধনকারীর তথ্য পূরণ করতে হয়। অর্থাৎ, আপনার মোবাইল নাম্বার, বর্তমান ঠিকানা, কোন হাসপাতালে বা টিকাকেন্দ্রে ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক এগুলো তথ্য পূরণ করতে হবে।
মনে রাখবেন, করোনা টিকা রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বার ব্যবহার করবেন, পরে সেটি দিয়ে টিকা কার্ড সংগ্রহ ও টিকা সনদ ডাউনলোড করতে হবে। তাই, আপনার ব্যক্তিগত বা নিকট আত্মীয়ের মোবাইল নম্বর ব্যবহার করবেন।
এবার, আপনি যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক সেই কেন্দ্রের “বিভাগ, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন/মহল্লা/পৌরসভা এবং ওয়ার্ড নং” সিলেক্ট করুন।
সবশেষে, আপনি যে কেন্দ্রে টিকা নিবেন সেই কেন্দ্রের নাম সিলেক্ট করে বাটনে ক্লিক করবেন।
কোভিট-১৯ ভ্যাকসিনের জন্য শিক্ষার্থীরা টিকার নিবন্ধন করবেন যেভাবে
আপনি যে মোবাইল নম্বরটি ব্যবহার করে করোনা টিকা রেজিষ্ট্রেশন করবেন, সেই মোবাইল নম্বরটিতে মেসেজের মাধ্যমে ছয় সংখ্যা বিশিষ্ট OTP কোড পাঠানো হবে। সঠিক নাম্বারটি বসিয়ে সবুজ অংশে ক্লিক করবেন।। OTP সঠিক হলে নিচের অপশনটি এসে যাবে।
জন্ম নিবন্ধন দিয়ে করোনা টিকা কার্ড সংগ্রহ
সুরক্ষা ওয়েবসাইটের ‘টিকা কার্ড’ মেনুতে জন্ম সনদ নম্বর ও জন্ম তারিখ লিখে এসএমএস এর মাধ্যমে পাওয়া ওটিপি কোড দিয়ে জন্ম নিবন্ধন দিয়ে করোনা টিকা কার্ড ডাউনলোড করা যাবে।
এসএমএসে যে তারিখ দেওয়া হবে, সেই তারিখে টিকা কার্ড ও জন্মসনদ নিয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে নিবন্ধনকারী শিশুরা টিকা নিতে পারবে।
করোনা টিকা সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর
করোনা টিকা নিয়ে সাধারণ মানুষের ভেতর অনেকগুলো প্রশ্ন রয়েছে। করোনা টিকা সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর এখানে দেয়া হলো:
**গণটিকাতে কোন টিকা ব্যবহার করা হয়েছে?**
উত্তর: একেক জায়গায় একেক ধরনের টিকা দেওয়া হয়েছে। এগুলো বিভাগ অনুযায়ী আলাদা। তবে কোভিডের সব টিকাই করোনার বিরুদ্ধে পরীক্ষিত এবং কার্যকর।
**৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোন টিকা দেওয়া হবে?**
৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের দেওয়া হচ্ছে বিশেষভাবে তৈরি ফাইজারের টিকা।
**শনিবারে কি করোনা টিকা কেন্দ্র খোলা থাকে?**
উত্তর: হ্যাঁ, টিকাকেন্দ্র শনিবারেও খোলা থাকে।
**আমি এখনও টিকা নেইনি কিন্তু বর্তমানে করোনা আক্রান্ত, কী করব? **
উত্তর: করোনা নেগেটিভ হওয়ার ২৮ দিন পর আপনি টিকা গ্রহণ করতে পারবেন।