AdmissionsHonoursNational UniversityRelease Slip

অনার্স রিলিজ স্লিপে আবেদন করার নিয়ম ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স রিলিজ স্লিপে আবেদন করার নিয়ম: এই টিউটোরিয়াল দেখে আপনি খুব সহজে অনার্স ১ম রিলিজ স্লিপ এবং ২য় রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।

আপনি এই আর্টিকেলটির মাধ্যমে উপকৃত হলে অনুগ্রহ পূর্বক আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

অনার্স রিলিজ স্লিপে আবেদন করার নিয়ম

একজন আবেদনকারী ঘরে বসেই রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। আপনি মোবাইলেই আবেদন করতে পারবেন। ১ম ও ২য় রিলিজ স্লিপে একই নিয়মে আবেদন করতে হয়। এ জন্য আপনাকে যেমন কোথাও যেতে হবে না, তেমনভাবে আবেদনের পর কলেজে কোনো কিছু জমাও দিতে হবে না। রিলিজ স্লিপে আবেদনের জন্য কোনো টাকা লাগবে না

আবেদন লিংক: রিলিজ স্লিপ আবেদন লিংক

রিলিজ স্লিপে আবেদন করার পদ্ধতি

রিলিজ স্লিপে প্রাথমিক আবেদন করতে হলে, প্রার্থীকে উপরে থাকা লিংকে গিয়ে প্রাথমিক আবেদন ফরমের রোল নম্বর ও পিন নম্বর দিয়ে লগিন করলে, এ রকম একটি পেইজ ওপেন হবে।

অনার্স ১ম রিলিজ স্লিপ আবেদন নিয়ম

এখন, সেখান থেকে Apply for Release Slip অপশন এ ক্লিক করুন। তারপর নিম্নোক্ত ছবির মত একটি পেইজ ওপেন হবে।

How to apply for Release Slip

এরপর College Selection থেকে প্রথমে Division দিন (অর্থাৎ আপনি যে কলেজ চয়েজ দিতে চাচ্ছেন, সেটা যে জেলায় অবস্থিত, সেই জেলা সিলেক্ট করুন) তারপর, District select করুন।

এরপর কলেজের নাম দিন। কলেজ সিলেক্ট করার সাথে সাথে নিম্নোক্ত ভাবে ডান পাশে সাবজেক্ট লিস্ট এসে উঠবে।

বিশেষ দ্রষ্টব্য: সাধারণত, ১ম ও ২য় মেধা তালিকা প্রকাশের পর, জেলা শহরের কলেজগুলোতে খুবই কম সংখ্যক আসন সংখ্যা খালি থাকে। আবার, উপজেলা পর্যায়ের কলেজগুলোতে আবেদন কম পড়ায় অনেক আসন খালি থাকতে পারে। তাই আবেদন করার সময় কলেজ বাছাই করার বিষয়টি গুরুত্ব দিলে ১ম রিলিজ স্লিপেই ভর্তি হওয়া যায়।

How to apply for NU 1st Release Slip

এখানে লক্ষ্যনীয় যে, সাবজেক্টের সাথে সিট সংখ্যা উল্লেখ থাকবে। তাই, যদি কোনো কলেজ সিলেক্ট করার পর, উক্ত কলেজের সিট কম থাকে বা উক্ত কলেজের বিষয় আপনার পছন্দ হয় নি। তাহলে, সেটা বাদ দিয়ে অন্য কলেজে সিলেক্ট করবেন। যেটাতে সিট বেশি আছে সেটা দিতে পারেন। এভাবে আপনার ইচ্ছানুযায়ী কলেজ সিলেক্ট করতে পারবেন।

অনার্স বিষয় নির্ধারণ

তারপর পছন্দ অনুযায়ী সাবজেক্ট আসলে সাব্জেক্টটি Select করবেন। একটি সাব্জেক্ট সিলেক্ট করলে নিম্নোক্ত ভাবে ছবি আসবে। এরপর নিচের দিকে Next অপশনে ক্লিক করবেন।

NU 1st Release Slip 2021

এখন পর্যন্ত আপনার একটি কলেজ চয়েজ দেওয়া হলো। এভাবে উপরিউক্ত নিয়মানুযায়ী আবার কলেজ ও সাব্জেক্ট চয়েজ দিয়ে Next এ ক্লিক করবেন।

Release Slip Preview

এভাবে আপনাকে সর্বনিম্ন ৫টি কলেজে আবেদন করতে হবে। ৫ টি কলেজ চয়েজ দেওয়া হলে নিচের দিকে থাকা Next অপশন এর পাশে Preview Application এ ক্লিক করুন। এরপর তা নিম্নোক্ত ছবির মত প্রদর্শিত হবে।

অনার্স ১ম রিলিজ স্লিপ আবেদন

এবার ভালোভাবে চেক করে দেখুন যে, আপনার আবেদনে কোনো ভুল আছে কি-না! অর্থাৎ, আপনি যে কলেজগুলো ক্রমানুযায়ী সিলেক্ট করেছেন তা সঠিক আছে কি-না কিংবা সাবজেক্ট চয়েজ ঠিকভাবে করলেন কি-না।

যদি কোনো ভুল হয়, তাহলে সম্পূর্ণ আবেদন ক্যান্সেল করে, আবার পুনরায় ভর্তি রোল ও পিন দিয়ে লগ-ইন করে আবেদন করতে পারবেন। আর, যদি দেখেন যে আবেদনে ভুল নেই, তাহলে নিচে থাকা Submit Application বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর নিম্নোক্ত একটি পেইজ ওপেন হবে।

How to apply for NU 1st Release Slip

সবশেষে, Download PDF অপশনে ক্লিক করুন। এরপর PDF ফাইল ডাউনলোড হবে এবং আপনার রিলিজ স্লিপে আবেদন সম্পন্ন হবে।

রিলিজ স্লিপে আবেদনের পর করণীয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির ১ম রিলিজ স্লিপে আবেদন করার পর আপনি যে PDF ফাইলটি ডাউনলোড করেছিলেন অর্থাৎ আবেদন ফরমটি প্রিন্ট করে রাখবেন। তবে, এই ফরম কলেজে জমা দিতে হবে না এবং আবেদনের সময় কোনো টাকা দেওয়া লাগবে না। এখন আপনার কাজ হচ্ছে, ১ম রিলিজ স্লিপের ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Index

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker on our website.