Telecom

অফার মেসেজ বন্ধ করার নিয়ম (২০২৪)

আপনার মোবাইলে পাঠানো বিরক্তিকর প্রমোশনাল মেসেজগুলো বন্ধ করতে চাইলে এই পদ্ধতিগুলো অনুসরণ করুন।

সিমের অফার মেসেজ বন্ধ করার নিয়ম: আপনার মোবাইলে আসা প্রমোশনাল মেসেজ বন্ধ করতে চাইলে এই পদ্ধতি অনুসরণ করুন। এই পোস্টে, সকল সিমের মেসেজ বন্ধের উপায় নিয়ে আলোচনা করা হয়েছে।

আবার কীভাবে চালু করতে পারবেন সেই তথ্যও দেওয়া হয়েছে। কীভাবে ম্যাসেজ বন্ধ বা চালু করবেন, তা জানতে মনোযোগ দিয়ে পুরো পোস্টটি পড়ুন।

অফার মেসেজ বন্ধ করার নিয়ম

সিম কোম্পানি থেকে প্রতিদিন আমরা বিভিন্ন ধরণের মেসেজ পেয়ে থাকি, এগুলোকে অফার মেসেজ বা প্রোমোশনাল মেসেজ বলা হয়। এসব মেসেজের মধ্যে কিছু অফার কাজে আসলেও সব মেসেজ আমাদের প্রয়োজন হয় না।

আপনার জন্য নির্বাচিত: How To Stop Promotional Messages 2023

জিপি অফার মেসেজ বন্ধ করার নিয়ম

আপনার গ্রামীণফোন নম্বরে আসা গ্রামীণফোনের প্রমোশনাল এসএমএস বন্ধ করা সম্ভব সহজেই। গ্রামীনফোনে প্রমোশনাল এসএমএস বন্ধ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন- 

গ্রামীণফোন নাম্বারে প্রমোশনাল এসএমএস বন্ধ করতে আপনাকে *121*1101# কোড ডায়াল করতে হবে। 

  • গ্রামীণফোন নাম্বারে প্রমোশনাল এসএমএস বন্ধ করতে আপনাকে *121*1101# কোড ডায়াল করতে হবে। 
  • আবার, জিপির প্রোমোশনাল মেসেজ চালু করতে *121*1102# ডায়াল করা লাগবে।

জিপির অফার মেসেজ বন্ধ করতে আপনি দয়া করে *১২১*১১০১# ডায়াল করুন। এক্ষেত্রে ৩ দিনের মধ্যে (একটিভেশন এর দিন + ২ দিন) প্রমোশনাল এসএমএস এবং কল আসা বন্ধ হয়ে যাবে।

gp promotional sms off

এরপরেও বন্ধ না হলে, এই বিষয়ে সমাধান পেতে মাইজিপি অ্যাপ এর ‘মেন্যু’ অপশন থেকে ‘লাইভ চ্যাট’ অপশন ক্লিক করুন অথবা নিচের লিংকটি ক্লিক করে লাইভ চ্যাট থেকে ইনস্ট্যান্ট সহযোগিতা নিতে পারবেন। কুইক লিংক: https://mygp.li/aCrNz । আশা করছি এই বিষয়ে সঠিক ফিডব্যাক দেয়া সম্ভব হবে।


বাংলালিংক অফার মেসেজ বন্ধের নিয়ম

দুইভাবে বাংলালিংক সিমে প্রোমোশনাল মেসেজ বন্ধ করা যায়। SMS এর মাধ্যমে বা USSD কোড ডায়াল করে আপনি বাংলালিংকের সিমের অফার ম্যাসেজ বন্ধ করতে পারবেন।

  • SMS পদ্ধতি: আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে অনুগ্রহ করে ‘OFF‘ লিখে পাঠিয়ে দিন 6121 এই নাম্বারে।
  • USSD কোড: বাংলালিংক নাম্বার থেকে *121*8*6# ডায়াল করে, এরপর 2 লিখুন।

রবি সিমের অফার মেসেজ বন্ধ করুন

চলুন দেখে নেই, কীভাবে রবি সিমে প্রোমোশনাল মেসেজ বন্ধ করতে হয় – *7# ডায়াল করুন, 2 লিখে রিপ্লাই করুন।

  • রবি সিমে প্রোমোশনাল এসএমএস বন্ধ করার জন্য আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *7# লিখে ডায়াল করবেন। 
  • তারপর নতুন একটা পেজ আসবে সেখানে 2 লিখে রিপ্লাই করতে হবে।
  • ডায়াল করে দেওয়ার সাথে সাথে আপনার রবি সিমে প্রমোশনাল অফার এসএমএস আসা বন্ধ হয়ে যাবে। 

একইভাবে *7# ডায়াল করে 3 লিখে রিপ্লাই করলে, রবি সিমের সকল প্রোমোশনাল মেসেজ পুনরায় চালু করতে পারবেন।


এয়ারটেল সিমের প্রোমোশনাল SMS বন্ধের উপায়

এয়ারটেল সিমের প্রোমোশনাল মেসেজ বন্ধ করতে চাইলে, উল্লিখিত রবি সিমের মেসেজ বন্ধ করার নিয়ম ফলো করলেই হবে। মানে, *7# ডায়াল করে, 2 লিখে রিপ্লাই করুন।

 

টেলিটক সিমের অফার মেসেজ বন্ধ

টেলিটক সিমের প্রোমোশনাল এসএমএস বন্ধ করতে – *155# ডায়াল করে, 1 লিখে রিপ্লাই করুন।
একইভাবে *155# ডায়াল করে 2 লিখে রিপ্লাই করলে, টেলিটক সিমের সকল প্রোমোশনাল এসএমএস চালু করতে পারবেন।


এক নজরে সকল সিমের মেসেজ বন্ধ ও চালু করার উপায়

  • জিপির মেসেজ বন্ধ করতে *121*1101# এই নম্বর ডায়াল করতে হবে। আবার চালু করতে চাইলে *121*1102# এই নম্বরে ডায়াল করতে হবে।
  • বাংলালিংক সিমের মেসেজ বন্ধ করতে *121*8*6# ডায়াল করতে হবে, এরপর 2 লিখে রিপ্লাই করতে হবে। চালু করতে *121*8*6# ডায়াল করতে হবে, এরপর 1 লিখে রিপ্লাই করতে হবে।
  • রবি ও এয়ারটেলের মেসেজ বন্ধ করতে *7# নম্বরে ডায়াল করে, 2 লিখে রিপ্লাই করতে হবে। আবার চালু করতে চাইলে, *7# নম্বরে ডায়াল করে, 3 লিখে রিপ্লাই করতে হবে।
  • টেলিটক গ্রাহকরা মেসেজ বন্ধ করতে *155# ডায়াল করে, এরপর 1 রিপ্লাই করবেন। আর চালু করতে *155# ডায়াল করে, 2 রিপ্লাই করবেন।

অফার মেসেজ বন্ধ করার কোড

জিপির মেসেজ বন্ধ করতে *121*1101# এই নম্বর ডায়াল করতে হবে।
বাংলালিংক সিমের মেসেজ বন্ধ করতে *121*8*6# ডায়াল করতে হবে, এরপর 2 লিখে রিপ্লাই করতে হবে।
রবি ও এয়ারটেলের মেসেজ বন্ধ করতে *7# নম্বরে ডায়াল করে, 2 লিখে রিপ্লাই করতে হবে।
টেলিটক মেসেজ বন্ধ করতে *155# ডায়াল করে, এরপর 1 রিপ্লাই করবেন।

সকল সিম থেকে মেসেজ বন্ধ করতে ডায়াল করতে হবে এমন ডায়াল কোডগুলি দেখুন৷ 

টেলিকম কোম্পানিডায়াল কোড
গ্রামীণ ফোন*121*1101#
বাংলালিংক*121*8*6#
▪ এরপর 2 লিখুন
রবি*7#
▪ এরপর 2 লিখুন
এয়ারটেল*7#
▪ এরপর 2 লিখুন
টেলিটক*155#
▪ এরপর 1 লিখুন
বিরক্তিকর অফার মেসেজ বন্ধ করার কোড

প্রমোশনাল মেসেজ চালু করার কোড

জিপির অফার মেসেজ চালু করতে চাইলে 1211102# এই নম্বরে ডায়াল করতে হবে। বাংলালিংক সিমের অফার মেসেজ চালু করতে 1218*6# ডায়াল করতে হবে, এরপর 1 লিখে রিপ্লাই করতে হবে। রবি ও এয়ারটেলের অফার মেসেজ চালু করতে *7# নম্বরে ডায়াল করে, 3 লিখে রিপ্লাই করতে হবে। টেলিটক গ্রাহকরা তাদের অফার মেসেজ চালু করতে *155# ডায়াল করে, 2 রিপ্লাই করবেন।

আপনার ফোনে অফার মেসেজ পুনরায় চালু করতে চাইলে নিম্নোক্ত USSD ডায়াল কোডগুলি দেখুন৷

টেলিকম কোম্পানিডায়াল কোড
গ্রামীণ ফোন*121*1102#
বাংলালিংক*121*8*6#
▪ এরপর 1 লিখুন
রবি*7#
▪ এরপর 3 লিখুন
এয়ারটেল*7#
▪ এরপর 3 লিখুন
টেলিটক*155#
▪ এরপর 2 লিখুন
প্রমোশনাল মেসেজ চালু করার কোড

প্রশ্নোত্তর

জিপি প্রমোশনাল এসএমএস বন্ধ করার উপায়

গ্রামীণফোন ব্যবহারকারীরা জিপি প্রচারমূলক এসএমএস অফার বন্ধ করতে *121*1101# ডায়াল করতে পারেন।

আপনি এই পোস্টের মাধ্যমে উপকৃত হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনি কি ফোনের প্রমোশনাল মেসেজ বন্ধ করেছেন? না-কি চালু রেখেছেন? কমেন্টে জানাবেন কিন্তু!

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Index

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker on our website.