ডিজিটাল জন্ম নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

নতুন নিয়মে জন্ম নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নিয়মাবলী। জন্ম নিবন্ধন করতে এখন যা যা বাধ্যতা মূলক অব্যশই আপনাকে সব গুলো ডকুমেন্ট সাথে নিয়ে আসতে হবে।
জন্ম নিবন্ধন করতে কি কি কাগজ লাগবে?
নতুন জন্ম নিবন্ধন করতে চাইলে, জন্ম নিবন্ধন করতে কি কি লাগে, সে সম্পর্কে ধারণা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।আবেদনকারী ব্যক্তির বয়সভেদে প্রয়োজনে ডকুমেন্টসের ভিন্নতা দেখা দেয়। স্বাভাবিকভাবে ব্যক্তি বা শিশুর বয়স যত বেশি হয়, প্রমাণ হিসেবে কাগজপত্র তত বেশি লাগে।
বর্তমানে জন্ম নিবন্ধন করতে: ইপিআই টিকা কার্ড, হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদ এবং পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন ও অন্যান্য তথ্য প্রয়োজন হয়। এছাড়াও বয়সভেদে যে সকল ভিন্ন এবং অতিরিক্ত কাগজপত্র লাগে, সেগুলোকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো:
বয়স ০ হতে ৪৫ দিন হলে
- *ইপিআই(টিকার)কার্ড
- *পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন সহ জাতীয় পরিচয়পত্র কার্ড।
- *আবেদনকারী/অভিভাবকের মোবাইল নাম্বার।
- *ফরমের সাথে ১কপি পাসপোর্ট সাইজের ছবি।
- #বয়স ৪৬ দিন হতে ৫বছর হলে
- *ইপিআই(টিকার)কার্ড
- *স্বাস্থ্য কর্মীর প্রত্যয়ন পত্র।
- *পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন সহ জাতীয় পরিচয়পত্র কার্ড।
- *আবেদনকারী/অভিভাবকের মোবাইল নাম্বার।
- *ফরমের সাথে ১কপি পাসপোর্ট সাইজের ছবি।
বয়স ৪৬ দিন হতে ৫ বছর হলে
- EPI কার্ড (টিকা কার্ড)/ হাসপাতালের রেজিস্টার্ড স্বাস্থ্য কর্মীর সত্যায়িত প্রত্যায়নপত্র (সীলসহ);
- হাল সনে/ যেই সালে জন্ম নিবন্ধনের আবেদন করছেন সেই বছরের কর পরিশোধিত হোল্ডিং ট্যাক্সের রশিদ এবং বাসার হোল্ডিং নম্বর;
- নিবন্ধনকারী শিশুর পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধনের কপি (বাধ্যতামূলক);
- নিবন্ধনের জন্য আবেদনকারী শিশুর পিতা-মাতার এনআইডি কার্ডের ফটোকপি (যদি থাকে);
- আবেদনকারী শিশু বিদ্যালয়ে ভর্তি হলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র (প্রযোজ্য ক্ষেত্রে);
- আবেদনকারী অভিভাবকের সচল মোবাইল নম্বর।
বয়স ৫ বছরের অধিক হলে
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্র(পিএসসি,জেএসসি,এসসি)শিক্ষা যোগ্যতার সনদপত্র না থাকলে সরকারী হাসপাতালের এমবিবিএস ডাক্তারের প্রত্যয়ন সনদ এবং জন্ম নিবন্ধন আবেদন ফরমের ৭ এর ১নং কলামে স্বাক্ষরসহ সীল মোহর।
- উলেখ্য যে, যাদের জন্ম ০১/০১/২০০১ বা এর পর সে ক্ষেত্রে পিতা-মাতার জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক।
- যাহাদের জন্ম ০১/০১/২০০১ এর পূর্বে সেই ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র বাধ্যতা মূলক।
- যদি জন্ম ০১/০১/২০০১ এর পূর্বে এবং পিতা-মাতা মৃত্যু হলে মৃত্যু সনদপত্র বাধ্যতামূলক।
- যাহাদের জন্ম ০১/০১/২০০১ এর পরে তাহাদের পিতা-মাতা মৃত্যু হলে প্রথমে অনলাইন জন্ম নিবন্ধন গ্রহন এরপর অনলাইন মৃত্যু নিবন্ধন সনদ গ্রহন উভয় সনদ আবেদনপত্রের সহিত দাখিল করতে হবে।
- আবেদনকারী/অভিভাবকের মোবাইল নাম্বার।
- ফরমের সাথে ১কপি পাসপোর্ট সাইজের ছবি।
- আবেদনের সাথে সংযুক্ত সকল ডকুমেন্টপত্র সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক/ইউপি সদস্য/ইউপি সদস্যা কর্তৃক সত্যায়িত করতে হবে।
- আবেদনের সাথে সংযুক্ত সকল ডকুমেন্টপত্র আবেদন জমা দেওয়ার সময় মূলকপি প্রদর্শন করতে হবে।
- উপরোক্ত চাহিত ডকুমেন্ট ছাড়া আবেদন কোন প্রকার গ্রহনযোগ্য নয়।
জন্ম নিবন্ধন করতে এখন যা যা বাধ্যতা মূলক অব্যশই আপনাকে সব গুলো ডকুমেন্ট সাথে নিয়ে আসতে হবে।
উপরোক্ত কাগজপত্র গুলো থাকলেই অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন। আমরা এই পোস্ট থেকে, নতুন জন্ম নিবন্ধন করতে কি কি লাগে, তা বিস্তারিত জানতে পারলাম। এক্ষেত্রে, প্রমাণপত্র হিসেবে দুইটি ডকুমেন্টের ছবি আপলোড করাই যথেষ্ট। আপনার কাছে যে সকল কাগজপত্র থাকবে তার তথ্যের ভিত্তিতেই আবেদন ফরম পূরণ করতে হবে।
এ সংক্রান্ত অন্যান্য তথ্য
- জন্ম নিবন্ধন সম্পর্কিত সকল তথ্য (২০২৪)
- ডিজিটাল জন্ম নিবন্ধন কি ও কেন করতে হয়?
- নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম
- জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার নিয়ম